শেরপুরে আগুনে পাঁচটি ঘরসহ ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ গ্রামের মাদ্রাসাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে ঘরগুলোর মালিক রফিকুল ইসলামের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীর হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে এলাকার লোকজন ছুটে এসে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রফিকুল ইসলামের মালিকানাধীন পাঁচটি ঘরই ভস্মীভূর্ত হয়ে যায়।
এ ঘটনায় একই স্থানে ভাড়াটিয়া হিসেবে থাকা ফার্নিচার ব্যবসায়ী মো. বাবুও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। আগুনে তার দোকানের দামি কাঠ, তৈরি করা ফার্নিচারসহ সব মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ৪–৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত করা না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সহায়তার আবেদন ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত পুনর্বাসন ও সরকারি-বেসরকারি সহায়তার জোর দাবি জানিয়েছেন। এদিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



