হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামে দুই জন নিহত হয়েছেন। তারা চাচা-ভাতিজা বলে জানা গেছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইফতেখার রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামের চাঁনগাজী চৌধুরী বাড়ির ও হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ ইউসুফের পুত্র। আবিদুল হাসান একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে লালিয়ারহাট এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহাত ও আবিদুল মারা যান।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।



