Logo
Logo
×

সারাদেশ

বাজিতপুরে এহসানুল হুদার নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

বাজিতপুরে এহসানুল হুদার নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

ছবি : বাজিতপুরে এহসানুল হুদার নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে তার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে আসার পথে একাধিক স্থানে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। 

ঘটনা সম্পর্কে জানা যায়, ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড় এবং সরিষাপুর, হালিমপুরসহ বিভিন্ন এলাকায় মিছিলে ও গাড়ি বহরে গুলি ছোড়া হয় এবং পথরোধ করে মারধর করা হয়। 

সরারচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান বলেন, ইউনিয়ন থেকে কোর্ট মাঠে মিছিল নিয়ে আসার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ কয়েকজন আহত হন।

গাজিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া জানান, কোর্ট মাঠমুখী মিছিলে উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালের অনুসারীরা হামলা চালায়। এতে তিনিসহ আরও কয়েকজন আহত হন।

জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম বলেন, কেন্দ্রীয় বিএনপির সমর্থন পেয়ে এহসানুল হুদার নেতৃত্বে মিছিল আয়োজন করা হয়। কিন্তু পথে পথেই উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

সৈয়দ এহসানুল হুদা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকজন সন্ত্রাসী কায়দায় তাদের মিছিলে গুলি চালিয়েছে এবং বিভিন্ন স্থানে হামলা করেছে। তিনি জানান, ঘটনাটি নিয়ে মামলা করা হবে।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ অস্বীকার করে বলেন, বড় কোনো সংঘাত হয়নি এবং তাদের নেতাকর্মীরা এতে জড়িত নন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু গণ্ডগোলের খবর পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন