Logo
Logo
×

সারাদেশ

জটিলতা কাটায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও মাছ রপ্তানি শুরু

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম

জটিলতা কাটায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও মাছ রপ্তানি শুরু

সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা নিরসন হওয়ায় শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পুনরায় মাছ রপ্তানি শুরু হচ্ছে। দুই দিন রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সমস্যা সমাধানের খবরে তাতে স্বস্তি ফিরে এসেছে।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে প্রয়োজনীয় বিশেষ সার্টিফিকেট অনলাইনে নেওয়ার বাধ্যবাধকতা কার্যকর হলেও অনলাইন ইস্যু ব্যবস্থা চালু না থাকায় মাছ ও শুঁটকি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া জানান, উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ সার্টিফিকেট ছাড়া রপ্তানি সম্ভব নয়। ১৩ নভেম্বর এনবিআর ম্যানুয়াল সার্টিফিকেট বাতিল ঘোষণা করে অনলাইন পদ্ধতিতে নিতে নির্দেশ দেয়, কিন্তু প্রয়োজনীয় সিস্টেম চালু না থাকায় রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা।

তিনি বলেন, বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরে একজন কর্মকর্তার বিশেষ অনুমতিতে জটিল প্রক্রিয়া সম্পন্ন করে মাছ ভারতে পাঠানো সম্ভব হয়। কিন্তু বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া রপ্তানি না করার নির্দেশ এলে কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে যায়।

ফারুক মিয়া জানান, শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠকে অনলাইন ইস্যু সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া গেছে। ফলে শনিবার সকাল থেকেই রপ্তানি স্বাভাবিকভাবে শুরু হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।

আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমও নিশ্চিত করেছেন যে অনলাইন সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে। তার ভাষায়, ‘এখন আর কোনো জটিলতা নেই। আশা করছি, কাল সকাল থেকেই রপ্তানি স্বাভাবিকভাবে চলবে।’

প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ মাছ ও শুঁটকি ভারতে রপ্তানি করা হয়। দুই দিনের রপ্তানি বন্ধের ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন