পাইকগাছায় প্রতিবন্ধী মোস্তফার পাশে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
খুলনার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের বাসিন্দা গরীব ও অসহায় প্রতি`বন্ধী (অন্ধ) মোস্তফাকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।।Let's work for Bangladesh'এর অর্থায়নে এবং ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১শ তম ঘরটি উপহার স্বরুপ হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, মোস্তফা মোড়ল দীর্ঘদিন থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। আর প্রতিবন্ধীর কষ্ট আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে আছে। সংসার চালানোর জন্য তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন। যেদিন কাজ পান সেদিনই খাবার জোটে, আর যেদিন কাজ মেলে না সেদিন অনাহারেই দিন কাটে পুরো পরিবারের। একটি ভাঙ্গা টিনের ঘরেই চলছিল তাদের বসবাস যেখানে শীত বর্ষা উপেক্ষা করে বাধ্যতামূলক থাকতো হতো পরিবারের সকলকে নিয়েই।
অন্ধ ও প্রতিবন্ধী মোস্তফার এ পরিস্থিতির কথা জানতে পেরে খুলনা,সাতক্ষীরা ও পাইকগাছা, কয়রার এমিটি ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও খুলনা বিশ্ব বিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম খোকন সানা এবং মো. মাসুদ সানার তত্ত্বাবধানে এবং Let’s Work for Bangladesh এর অর্থায়নে মোস্তফা পরিবারকে উক্ত ১শ তম ঘরটি উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়াও নতুন ঘরের সাথে মোস্তফার পরিবারের জন্য এমিটি ফাউন্ডেশন এক মাসের খাদ্য সামগ্রীও প্রদান করেন। এবিষয়ে এমিটি ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান বলেন,আসছে পবিত্র রমজান মাসে ২৪ রকম খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হবে। তিনি আরও জানান "আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই,আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।



