Logo
Logo
×

সারাদেশ

জনপ্রতিনিধিরা ব্যর্থ, ভাঙা রাস্তা মেরামত করলেন জামায়াতের নেতাকর্মীরা

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম

জনপ্রতিনিধিরা ব্যর্থ, ভাঙা রাস্তা মেরামত করলেন জামায়াতের নেতাকর্মীরা

ছবি : ভাঙা রাস্তা মেরামত করলেন জামায়াতের নেতাকর্মীরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া–হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত স্থানীয় জনগণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা মেরামত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পাকুন্দিয়া–হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত রাস্তায় থাকা গর্তগুলো ইটের সুরকি ও বালি দিয়ে ভরাট করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পাকুন্দিয়া–হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটিতে বড় বড় গর্ত ও কাদা জমার কারণে শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো সমাধান মেলেনি। এই পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী,জাঙ্গালিয়া ইউনিয়ন শাখা। জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ ও উপকরণ দিয়ে এই সংস্কার কাজ সম্পন্ন হয়।

রাস্তা সংস্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জামায়াতে ইসলামীর এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় বাসিন্দা হেলাল হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন ছেলেমেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যায়, অসুস্থ রোগীদের নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার কারণে আমাদের কষ্ট হতো। অনেকবার বলেও কাজ হয়নি। আজ জামায়াতের ভাইয়েরা এগিয়ে এসে স্বেচ্ছাশ্রমে কাজটা করায় আমরা খুব খুশি।’

মেরামত কাজ দেখতে এসে পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। আকলিমা আক্তার নামের এক পথচারী বলেন, “এই রাস্তায় গাড়িতে যাওয়া কষ্টদায়ক হয়ে গিয়েছিল। আজকে গর্তগুলো ভরাটের কারণে অন্তত কিছুটা স্বস্তি ফিরে পাবো।”

অটোরিকশা চালক সেলাম বলেন, বিগত সরকারের সময়ে চরম অন্যায় ও দুর্নীতির কারণে উন্নয়নমূলন কর্মকান্ড হয়নি। বর্তমানেও কোন উন্নতি হচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের কষ্ট লাঘব করতে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে।

“গর্তে পড়ে গাড়ি নষ্ট হওয়ার ভয় ছিল সবসময়। জামায়াতের নেতাকর্মীদের উদ্যোগ নিয়ে কাজ করায় আমরা সত্যিই উপকৃত হলাম।

সিএনজি চালক আরমান হোসেন জানান, রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে  সিএনজি চালাতে হতো। এতে যাত্রীদেরও খুব কষ্ট হতো। জাঙ্গালিয়া ইউনিয়ন শাখা জামাতের সহযোগিতা নিজ অর্থায়নে রাস্তায় ইটের আদলা ফেলে দেয়ায় তাদের খুবই উপকার হয়েছে।

মেরামত কাজে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী এবং জামায়াতে ইসলামী মনোনীত জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “মানুষের কষ্ট আমরা চোখের সামনে দেখে চুপ থাকতে পারিনি। সরকারি মেরামত আসবে কবে—তার অপেক্ষা করলে ভোগান্তি আরও বাড়ত। তাই নিজেদের উদ্যোগেই অন্তত জরুরি অংশটা ঠিক করার চেষ্টা করেছি। এটা রাজনৈতিক প্রদর্শন নয়; মানুষের জন্য সামান্য দায়িত্ববোধ থেকে করা।”

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, ইউনিয়ন জামায়াত সভাপতি হাবিবুর রহমান তারা, এফডিইবি সৌদি আরব শাখার আহ্বায়ক সারোয়ার হোসেন সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জাকির আহমেদ দিদার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাম্মেল হক মিনার মেরামত কর্মকাণ্ডে অংশ নেন।

এলাকাবাসী জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন