Logo
Logo
×

সারাদেশ

কান্নার আওয়াজ শুনে পরিত্যক্ত শৌচাগারে মিলল নবজাতক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

কান্নার আওয়াজ শুনে পরিত্যক্ত শৌচাগারে মিলল নবজাতক

ছবি : সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত শৌচাগার থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার সাদেকপুর গ্রাম থেকে নবজাতকটি উদ্ধার করে মতিন হাওলাদার নামের একজন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে মতিন হাওলাদার ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তিনি।

তিনি আরও বলেন, কাছে গিয়ে দেখতে পান শৌচাগারে কাঁথায় মোড়ানো অবস্থায় জীবিত নবজাতক ফেলে রাখা হয়েছে। তিনি নবজাতককে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে থানা পুলিশকে খবর দেন।

ওসি বলেন, নবজাতকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কেউ নবজাতককে পরিত্যক্ত শৌচাগারে ফেলে গেছে। তার বয়স ২-৩ দিন হতে পারে। নবজাতকের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।

মো. ফখরুল ইসলাম বলেন, আপাতত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে নবজাতককে উদ্ধার করা ব্যক্তি মতিন হাওলাদারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনিই নবজাতকের ভরণপোষণ করবেন। নবজাতকের চিকিৎসাসহ সার্বিক সহায়তা করবে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন