Logo
Logo
×

সারাদেশ

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে অসুস্থ শিক্ষিকার মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে অসুস্থ শিক্ষিকার মৃত্যু

ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবির আন্দোলনে অসুস্থ ফাতেমা আক্তার নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৬ নভেম্বর) মাগরিবের চাঁদপুর মতলবের ঠাকুরচরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন। সকালে রাজধানীর মিরপুর অলক হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত ফাতেমা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫ নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। একই উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের সুরুজ মোল্লার মেয়ে এবং ঠাকুরচর গ্রামের ডিএম সোলেমানের স্ত্রী তিনি। ফাতেমার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খাইরুন নাহার লিপি ও মো. আবুল কাসেম বলেন, ১০ম গ্রেডের মর্যাদা দেওয়াসহ ৩ দফা দাবিতে মহাসমাবেশে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শব্দে অসুস্থ হয়ে পড়েন ফাতেমা। পরে তাকে মিরপুর আলোক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সকালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

কেন্দ্রীয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, ফাতেমা শুধুই একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষকদের আন্দোলনের একজন সাহসী সৈনিক। এ ধরনের দুঃখজনক মৃত্যু কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, এ বিষয়ে জানা নেই, তবে খোঁজখবর নিচ্ছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন