Logo
Logo
×

সারাদেশ

জনগণ চায় নিট অ্যান্ড ক্লিন ইমেজের মানুষ এমপি হউক : আবুল হারিস

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

জনগণ চায় নিট অ্যান্ড ক্লিন ইমেজের মানুষ এমপি হউক : আবুল হারিস

ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী আবুল হারিস রিকাবদার কালা মিয়া বলেছেন, জনগণ চায় বিএনপি থেকে নিট অ্যান্ড ক্লিন ইমেজের মানুষ প্রার্থী হউক, এমপি হউক। আমরা চেষ্টা করব, বিএনপিকে একটি পরিচ্ছন্ন ও জনগণের দল হিসেবে গড়ার। গত ৫ আগস্টের পর মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে আমরা যেন নিজেদেরকে খাপ খাইয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারি।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ডে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী  গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বহু বছর যাবৎ অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিবপুর উপজেলা বিএনপি পরিচলনা করে আসছি। এ উপজেলায় বিএনপি অত্যন্ত সু-সংগঠিত। আমার দীর্ঘ দিনের রাজনৈতিক ফল এই সু-সংগঠন। এই দীর্ঘ ৩৫ বছরে বিএনপিতে কোনো ভুল বুঝাবুজি ও দল-উপদল সৃষ্টি হয়নি। কিন্তু একটি মহল কিছুদিন যাবৎ আমাকে মাইনাস করার জন্য শিবপুরের বিএনপিতে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। শিবপুর উপজেলাবাসী সকল অপ-কৌশলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো এবং বিএনপিকে জয়যুক্ত করবো। 

তিনি  আরও বলেন, যারা মনোনয়ন প্রত্যাশী তাদের অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে আমার উপর বহু হামলা মামলা হয়েছে। এখনো আমি ছয় ছয়টি মামলা আসামী। আমার বিরুদ্ধে প্রায় সকল মামলাই বিস্ফোরক মামলা। 

গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আকরামুল হাসান মিন্টু। 

শিবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের খন্দকার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন রিকাবদার জাহান, বাঘাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রানা মৈশান, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন