Logo
Logo
×

সারাদেশ

নানামুখি উদ্যোগে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

নানামুখি উদ্যোগে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান

ছবি : যুগেরচিন্তা

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে প্রতিদিনই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ঔষধ মজুত থাকা সাপেক্ষে নিবন্ধিত রোগীদের নিয়মিতভাবে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমটি শুরু হয় ১২ আগস্ট ২০২৫ থেকে। শুরু থেকেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল নিয়মিতভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কারিগরি সহায়তা দিয়ে আসছে, যাতে সেবাটি আরও গতিশীল ও কার্যকর হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য রোগীদের অবশ্যই ডিজিটাল সিস্টেমে নিবন্ধিত হতে হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র (NID) ও কার্যকর মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে। একজন রোগীর একটির বেশি স্বাস্থ্যবই ইস্যু করা যাবে না এবং একই রোগীর একাধিক বই পাওয়া গেলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, রোগীদের প্রতি মাসে নির্ধারিত তারিখে ফলো-আপে আসতে হবে এবং নিয়মিত পরামর্শ ও চিকিৎসা নিলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব পাশাপাশি হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ জীবননাশী জটিলতা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ, লবণ কম খাওয়া, নিয়মিত ব্যায়াম ও হাঁটা এবং ধূমপান থেকে দূরে থাকাএসব অভ্যাস রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন