বগুড়ায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন দেয়ার চেষ্টা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামীণ ব্যাংক শাখায় নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাতনামা ২–৩ জন দুবৃত্ত। গত রাত আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। দুবৃত্তরা লাঠির মাথায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণও করে।
তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় গ্রামীণ ব্যাংক শাখার কোনো ক্ষতি হয়নি। শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, ঘটনার সময় তারা ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। সকালে অফিসে এসে দেখতে পান, শাখা ভবনের বারান্দায় আগুনের হালকা চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, নিরাপত্তাজনিত কারণে তিনি ক্যামেরার সামনে এ বিষয়ে বক্তব্য দেবেন না।
খবর পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।
বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুছা বলেন, “নাশকতার উদ্দেশ্যেই আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ও আলামত বিশ্লেষণ করা হচ্ছে। দুবৃত্তদের শনাক্তে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।



