গাজীপুরে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা বাজার শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত আড়াইটার দিকে বারোতোপা বাজারে সংঘটিত এ হামলায় কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ড ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
শাখা ব্যবস্থাপক রেহেনা বেগম জানান, রাতের বেশিরভাগ সময়ই কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকেই থাকেন। রাত আনুমানিক ২টার দিকে সাত-আটজন যুবক হঠাৎ এসে টানা তিনটি পেট্রলবোমা ছোড়ে। একটি বোমা সীমানা প্রাচীরের ভেতরে এবং দুটি প্রাচীরঘেঁষে বিস্ফোরিত হয়। এর মধ্যে একটি ব্যাংকের জানালায় আঘাত করে ভেতরে ঢুকে আগুন সৃষ্টি করে। দ্রুত ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। কেউ আহত হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, দুর্বৃত্তরা যেকোনো পরিবহনযোগে এসে গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, উদ্দেশ্য ছিল আরও বড় হামলা ঘটানো। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন। আশা করি দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে।



