তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বগুড়ায় উঠান বৈঠক
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হলদীবাড়ি, আটাপাড়া ও স্বরো গ্রামের জনগণকে নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আটা পড়া আমতলায় আনুষ্ঠানিকভাবে এই আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আটাপাড়া গ্রামের মুরুব্বি ও ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদের কদম। বৈঠকে ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব রাঙা, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ইউপি সদস্য আরিফুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন দেশকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও তারা আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় গোলাম মোঃ সিরাজের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ ভবানীপুর ইউনিয়নে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।



