Logo
Logo
×

সারাদেশ

বগুড়া বীট মডেল স্কুলে আন্তঃহাউজ বিতর্কের ফাইনাল, চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

বগুড়া বীট মডেল স্কুলে আন্তঃহাউজ বিতর্কের ফাইনাল, চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় মুখোমুখি হয় শহীদুল্লাহ হাউজ ও শেরে বাংলা হাউজ। ‘দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ’ শীর্ষক বিষয়ে দুই দলের শিক্ষার্থীরা তুলে ধরেন নিজেদের যুক্তি–প্রতিযুক্তি। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউজ।

আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। বিচারকের দায়িত্বে ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ, সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার এবং ডিবিসি নিউজ বগুড়ার সিনিয়র স্টাফ রিপোর্টার মোহন আখন্দ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক আতাউর রহমান, মাহাবুব হাসান সোহাগ, মাহবুবে সোবহানী বাপ্পী ও শামীমা আফরোজ উপস্থিত ছিলেন। 

বিচারকমণ্ডলী বলেন, শিক্ষার্থীদের যুক্তি নির্মাণ, তথ্য ব্যবহারের দক্ষতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। বিতর্কের মতো আয়োজন শুধু প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের ভাবনার দিগন্ত বড় করে, আত্মবিশ্বাস তৈরি করে এবং যৌক্তিক চিন্তা গঠনে বড় ভূমিকা রাখে। নিয়মিত এমন আয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বিস্তৃত হবে।

শেষে সভাপতি ও বিচারকমণ্ডলীরা চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ এবং রানার্সআপ শেরে বাংলা হাউজের বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন