Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম

গাজীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের কোনাবাড়ীতে এক আবাসিক ভবন থেকে গৃহবধূ রহিমা খাতুনের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষে তার স্বামী এমরান হোসেনকে (৪০) গলাকাটা অবস্থায় জীবিত অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর এমরান নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার ‘একতা ভিলা’ ভবনের ৫তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজের সময় স্বামী এমরানকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশ তার পালস টের পেয়ে দ্রুত হাসপাতালে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা এমরান ও তার স্ত্রী রহিমা তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিনকে নিয়ে ওই বাসায় ভাড়ায় থাকতেন। পারিবারিক এক বিরোধের জেরে এমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রীকে হত্যা করেন। এরপর একই দা দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেন। তাদের মেয়ে শারমিন ঘটনাটি প্রত্যক্ষ করেছে বলে জানা গেছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, এমরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রহিমার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন