Logo
Logo
×

সারাদেশ

নিকলীতে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে ইকবালের সমর্থনে মশাল মিছিল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

নিকলীতে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে ইকবালের সমর্থনে মশাল মিছিল

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিকলী নতুন বাজার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্বদেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতেই এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মশাল হাতে শ্লোগান দিয়ে তারা নিকলী বাজার এলাকাকে আলোকিত করে তোলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম সোহেল বলেন, শেখ মুজিবুর রহমান ইকবাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। দীর্ঘ ১৬ বছর তিনি এলাকার নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাঁকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া জরুরি।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তৃণমূলের প্রত্যাশা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই আজকের এই মশাল মিছিল। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিকলী-বাজিতপুর আসনের মনোনয়ন চূড়ান্ত করার সময় জনগণের দাবি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। মশাল মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন