Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা চালাবে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

দিনাজপুর সদরের শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এ ঘোষণা দেয় জেলা বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় সিদ্ধান্ত হয়, খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে, একই দিন জেলার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হবে এবং শিগগিরই বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করা হবে।

এর আগে দিনাজপুরের প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রাখা হয় এবং তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন ডা. জাহিদ হোসেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তরুণ ভোটারদের মধ্যে প্রায় ৪ কোটি মানুষ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। তাদের কাছে পৌঁছাতে হবে সঠিকভাবে। খালেদা জিয়াকে তারা প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে দেখেনি, বরং আন্দোলন-সংগ্রামে দেখেছে। তাই কথাবার্তা, আচরণ ও কর্মকাণ্ডে যেন জনগণ বিএনপিকে পছন্দ করে—সেভাবে কাজ করতে হবে। তাহলেই বিজয় আসবে।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, চেম্বার অব কমার্স সভাপতি আবু বকর সিদ্দিক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন