Logo
Logo
×

সারাদেশ

বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আসাদুল হক কাজল নির্বাচিত হয়েছেন। তিনি ১৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মো. আরিফুজ্জামান আরিফ ১৫৯ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন আকরাম। তার প্রতিদ্বন্দ্বী নিয়ামুল হক মিঠু ১২৪ ভোট পেয়ে পরাজিত হন। বৃহস্পতিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল হান্নান মাসুদ ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি হয়েছেন রবিউল ইসলাম পারভেজ (১৯৪) এবং মোফাজ্জল হোসেন সরকার (১৭৫)। এই পদে অন্য প্রার্থীদের মধ্যে রফিকুল ইসলাম ১৬৯, লাভলু মিয়া ৫৬, শাহজাহান আলী খন্দকার ১১ এবং সানাউল হক ৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রুবেল শেখ ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক রতন ১৭৪ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ নুরুল ইসলাম নয়ন ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল আলীম নয়ন পেয়েছেন ১৭৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম ১২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ডাবলু পেয়েছেন ১৬৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজুল ইসলাম মুন্না ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ আহাদ মানিক পেয়েছেন ১০৬ ভোট।

ধর্মীয় সম্পাদক পদে আহসান হাবিব ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন মন্টু পেয়েছেন ১৬১ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম রব্বানী ১৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুকুর রহমান সুরুজ ১৬৪ ভোট পান।

কার্যনির্বাহী সদস্য পদে সুমন সরকার ২২৭, আব্দুল আলীম ২০৩, তৌহিদুল ইসলাম ১৭৮ এবং মানিক আকন্দ ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে ফরহাদ হোসেন ১৬০ এবং বিধান মোহন্ত ১১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন