এসিল্যান্ডকে রূপগঞ্জ প্রেস ক্লাবের বিদায় সংবর্ধনা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
ছবি : সংগৃহীত
জনসাধারণের বিভিন্ন জমি সংক্রান্ত বিরোধ সহজে নিষ্পত্তি, ভেজাল বিরোধী অভিযানসহ সমগ্র উপজেলা বিভিন্ন কর্মকান্ডে প্রশংসিত হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকরা এই সংবর্ধনা দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।



