কিশোরগঞ্জে জমি দখলে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলা, আহত ৪
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে জমি দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ৪ জন আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গতকাল বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের সেকেরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় মোহাম্মদ রানা হামিদের জমিতে শিল্পীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল দিয়ে জমিতে প্রবেশ করেন ১৫ জন লোক দেশীয় অস্ত্র—রামদা, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার পাইপসহ জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে জমির মালিক মোহাম্মদ রানা হামিদ বাধা দেয়। এতে শিল্পীর লোকজন মোহাম্মদ রানা হামিদের ওপর হামলা চালায়। আক্রান্ত হয়ে রানা হামিদ সাহায্যের জন্য চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসছে। কিন্তু তাদের ওপরও হামলা চালায় শিল্পীর লোকজন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় একটি রক্ত ক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
জমির মালিক মোহাম্মদ রানা হামিদ বলেন, বিকালে আমি আমার জমিতে গাছের ছাড়ায় পানি দিতে যায়। সন্ধ্যার দিকে শিল্পী, শিল্পীর মা, রনি, শাহাদত, দূর্জয়, কটিয়াদী থেকে ১৫ জন লোক দেশীয় অস্ত্র—রামদা, লাঠিসোটা, হকিস্টিক ও লোহার পাইপসহ নিয়ে এসে আমার জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আমি বাধা দেই। এতে শিল্পীর লোকজন আমার ওপর হামলা চালায়। এসময় আমার সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেই।
চান্দপুর ৪নং ইউনিয়নের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ রুমা খাতুন বলেন, আমাকে চেয়ারম্যান ফোন দিয়ে বলছে বিষয়টি দেখার জন্য আমি ঘটনাস্থলে এসে দেখি ১৫ জন ছেলে জমির মালিকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে পরে তাদের বলছি চেয়ারম্যান স্যার বলছে এখন চলে যাওয়ার জন্য বিষয়টি তিনি দেখবেন। বলার পরে আমাকে বলতাছে চেয়ারম্যান চিনি না বলে দা নিয়ে হামলা চালায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চারটি মোটরসাইকেল জব্দ করে। থানায় নিয়ে যায়।
এর আগে জমির মালিক মোহাম্মদ রানা হামিদের বাবা আব্দুল কাদির জীবন বাদী হয়ে চলতি বছরের মে মাসের ২৯ তারিখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ৫ এ ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪ ও ৭ ধারা মোতাবেক শাহাদাত, দুর্জয়, মোছা: রীনা ও মোছা: শিল্পীকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা জোর করে জমি দখলের পায়তারা করছে এ বিষয়ে চলতি বছরের অক্টোবরের ৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত দেন ভুক্তভোগী আব্দুল কাদের জীবন। অপরদিকে চলতি বছরের অক্টোবর মাসের ৮ তারিখে শিল্পী আক্তার তার বাড়ি ঘরে হামলার অভিযোগ এনে আব্দুল কাদির জীবন ও তার ছেলে মোহাম্মদ রানা হামিদসহ ৬ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনের ৪(১)৫ ধারায় দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খানের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসা বহিরাগতদের চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।



