Logo
Logo
×

সারাদেশ

তালাক দেওয়ায় স্ত্রীর বাড়িতে আগুন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

তালাক দেওয়ায় স্ত্রীর বাড়িতে আগুন

ছবি : সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় তালাক দেওয়ায় স্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বামী বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সদরপুর থানায় ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে, বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের ওয়াদুদ খানের একমাত্র মেয়ে মারজানা আক্তার অনুর (২৫) সঙ্গে ২০২১ সালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চৌগাছা গ্রামের আজম খানের ছেলে শাওন খানের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই অনু জানতে পারে তার স্বামী শাওন মাদকাসক্ত ও পরকীয়ায় জড়িত। এনিয়ে প্রায়ই শাওন ও তার পরিবার অনুকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চলতি বছরের ২০ সেপ্টেম্বর এক সালিশের মাধ্যমে তাদের তালাক হয়। এর পর থেকে অনু বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। সর্বশেষ বুধবার রাতে শাওনসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পরিকল্পিতভাবে ওয়াদুদ খানের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগে করেন অনুর বাবা ওয়াদুদ খান। এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় তারা পাশের মাঠে ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছিলেন। হঠাৎ খবর পান, ওয়াদুদ খানের বাড়িতে আগুন লেগেছে। পরে সবাই দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাওন খানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, আগুন দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন