ছবি : সংগৃহীত
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৬ কর্মীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মহিপালের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ফেনীর দাগনভূঞা উপজেলার সাহাব উদ্দিনের ছেলে মুজিবুর রহমান, আবুল হাসেমের ছেলে শান্ত, মফিজুর রহমানের ছেলে বিয়াতি, ইস্রাফিলের ছেলে ইমন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে জিহাদ এবং জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। তবে পুলিশ বিষয়টি যাচাই করছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান জানান, মিছিলের চেষ্টা করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে তারা ছাত্রলীগের কর্মী বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তথ্য যাচাই চলছে।
এর আগে বুধবার (১২ নভেম্বর) রাতে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা রনি-রানা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



