Logo
Logo
×

সারাদেশ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করতে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ ও একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দুই ঘণ্টা সেতুর দক্ষিণ প্রান্তে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে নাওডোবা ও তস্তারকান্দি এলাকায় অবস্থান নিয়ে মিছিল করেন। সকাল সাতটার দিকে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, সকালে আন্দোলনকারীরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন