Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ভোর থেকে মাঠে জামায়াতের নেতাকর্মীরা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম

কিশোরগঞ্জে নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ভোর থেকে মাঠে জামায়াতের নেতাকর্মীরা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই মাঠে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান লক্ষ্য করা যায়।

জানা গেছে, সকাল থেকেই শহরের পুরান থানা, সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হন। এসময় তারা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন।

সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন।

নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা-কর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন