বাজিতপুরে থেমে থাকা বাসে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত হেলপার
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
ছবি : বাজিতপুরে থেমে থাকা বাসে আগুন
কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে নামে একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১২ নভেম্বর) সকালে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দিবাগত রাত ১টার দিকে বাজিতপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাসটি বাজিতপুর বাসস্ট্যান্ড থেকে ভৈরব ও ঢাকা রোডে প্রতিদিন যাতায়াত করে। বুধবার রাতে ১ টার দিকে বাজিতপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে বাজিতপুর -ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ৬৪৩৪ ) দাঁড়িয়ে ছিলো। এ সময় দুর্বৃত্তরা বাসের পিছনের বাম পাশের জানালা দিয়ে পিছনের সিটে আগুন লাগিয়ে বাসটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে।
এসময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার বাসের একটি আসনে আগুন জ্বলতে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে বাজিতপুর বাসস্ট্যান্ডে থাকা ডিউটিরত পুলিশ এবং স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বেঁচে যান বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার। আগুনে গাড়ির পিছনের বাম পাশের ২নং সিটের উপরের সামান্য অংশ পুড়ে যায়।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তার জোরদার করা হয়েছে। বাসে শুধু হেলপার ছিলেন। তিনি আগুন দেখেই বের হয়ে আসেন। তাই কোনো হতাহত হয়নি। তবে বাসের পিছনের বাম পাশের ২নং সিটের উপরের সামান্য অংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটা নাশকতা। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।



