Logo
Logo
×

সারাদেশ

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার আব্দুল্লাহ

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার আব্দুল্লাহ

ছবি : ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার আব্দুল্লাহ

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। উত্তীর্ণদের মধ্যে শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আব্দুল্লাহ আল রাসেল।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল রাসেল। এর আগে গতকাল মঙ্গলবার রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আব্দুল্লাহ আল রাসেল পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের সন্তান। তিনি কৃষক সায়েম উদ্দিন ও গৃহিণী কমলা খাতুনের ছেলে। 

জানা যায়, আব্দুল্লাহ আল রাসেল ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৩ পেয়ে অনার্স এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

এর আগে তিনি ২০১৪ সালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে মানবিক বিভাগে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে একই মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন।

আব্দুল্লাহ আল রাসেল বলেন, “আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। মাদ্রাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখে।”

উল্লেখ্য, বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ৯ নভেম্বর শেষ হয়। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে। 

পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ হাজার ২১৯ জন এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন