Logo
Logo
×

সারাদেশ

গোপন মিটিং থেকে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আটক

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

গোপন মিটিং থেকে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আটক

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন মিটিং চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪ জনকে প্রেফতার করছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ভোলাবো ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌরসভা ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ অমি ও শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া।

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গোপন মিটিং চলাকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪ জনকে প্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আর একজনের বিরুদ্ধে যাচাই-বাছাই করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন