Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় তোজাম্মেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

বগুড়ায় তোজাম্মেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

বগুড়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ, মানিক ও মনিরুজ্জামান ওরফে মিশু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পিন্টু ওরফে মাজেদুর রহমান, দেলোয়ার হোসেন ও আশিক। রায়ে প্রত্যেক আসামির এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাছেদ।

তিনি জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল বৈঠাভাঙা গ্রামে চাচাতো ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ খেতে যান। নিমন্ত্রণ খেয়ে মোটরসাইকেলে তিনি ও তার চাচাতো ভাই নয়ন, আসাদ বাড়িতে ফিরছিলেন। তারা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তোজাম ও নয়নকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তোজাম ও নয়নকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে নেওয়ার পথে তোজাম মারা যান।

তিনি আরও জানান, রায়ে চার্জশিটভুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা আদালতে হাজির হননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন