হাটহাজারীতে আবারও পাওয়া গেল অচেনা লাশ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে ফের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। যার আনুমানিক বয়স ৬২ বছর।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রীজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় ব্রীজের নিচে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে এখনো উদ্ধার করা লাশের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো.আল আমিন জানান, আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে উদ্ধার করা লাশটি একজন ভিক্ষুকের। গতকাল বিকালের দিকে তিনি ভিক্ষা করতেও দেখেছেন অনেকেই। তারপরও উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর হবে। তদন্ত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে ঘটনা কি।
উল্লেখ্য, সোমবারও হাটহাজারী থানা ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ি মধুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট থেকে অজ্ঞাত নারী ও পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশে একটি মাছের প্রজেক্টের পাড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



