ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ চালকের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:০২ এএম
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন। সোমবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস মিয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, গভীর রাতে আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে পুরো বাসটি পুড়ে যায়। এতে ভেতরে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



