বিএনপি মুক্তিযুদ্ধের দল, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় গড়া দল। তিনি দাবি করেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘আমি মেজর জিয়া বলছি’ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা হয়।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “একটি দল আমাদের মুক্তিযুদ্ধের ভূমিকা অস্বীকার করতে চায়। আমরা আমাদের জন্ম ও সংগ্রামকে অস্বীকার করতে পারি না। যেমন ২৪ ও জুলাইকে অস্বীকার করতে পারি না, তেমনি ৭১-এর ইতিহাসও কেউ অস্বীকার করতে পারবে না।”
তিনি আরও বলেন, “যে রাজনৈতিক দল কখনো জনগণের পাশে ছিল না, ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে তারা ভারত চলে গিয়েছিল। কেউ দেশে থেকেও কষ্টে ছিল, কেউ ক্যাম্পে দুর্ভোগে ছিল। তারা পাকিস্তানি বাহিনীর পক্ষেই ছিল। এদের সমর্থন করা যায় না।”
বিএনপির মহাসচিব জানান, তারেক রহমান ১৫ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “অনেক তরুণের কাজ নেই, ফলে তারা বিপথে যাচ্ছে— কেউ জুয়া খেলছে, কেউ মাদক নিচ্ছে। এটা আমাদের বড় সমস্যা, যা সমাধান করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশকে শান্তির জায়গায় পরিণত করতে চাই। ধর্মের ভিত্তিতে ঘৃণা নয়, বরং সবাই যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান— সবাই যেন সমান অধিকার ভোগ করে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আমাদের সন্তানরা একটি ভালো ভবিষ্যৎ পাবে।”



