Logo
Logo
×

সারাদেশ

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে: খায়রুল কবির

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

আগামী নির্বাচন বিতর্কিত হলে প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে: খায়রুল কবির

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ন-মহাসচিব ও নরসিংদী সদর আসন ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, মনোনয়ন দেয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দিপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধাণের শীষে মুল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করা হবে। দানবীয়-মাফিয়া সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর-নিরপেক্ষ ভুমিকা পালন করতে হবে। যদি তারা পক্ষপাতিত্ব করে কিংবা নির্বাচন নিয়ে বিতর্ক তৈরী হয়, তবে নির্বাচন কমিশনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।    

সোমবার (১০ নভেম্বর) সকালে সদর পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচনি এলাকায় ধানের শীষের প্রচারণার প্রাম্ভে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন,জনগণ সকল ক্ষমতার উৎস। তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হবে। কিছু দল জানে নির্বাচন হলে তাদের জামানত থাকবেনা। তারাই আজ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টায় লিপ্ত। নির্বাচন হলে তারা কয়টা আসন পাবে তারা তাও জানে। নির্বাচন বিলম্বিত হলে এখনকার মতো তারা কিছু সুযোগ সুবিধা বেশি পাবে তাই নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা চলাচ্ছে কিছু দল। এইগুলা অপচেষ্টা করে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।

এসময় জেলা বিএনপি, শহর বিএনপি, চিনিশপুর ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্তির পর আজ থেকে সদর আসনের ভোটারদের ধারে ধারে যাবার কার্যক্রম শুরু করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন