Logo
Logo
×

সারাদেশ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, উত্তরাঞ্চলে শীতের আগমন

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, উত্তরাঞ্চলে শীতের আগমন

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নেমে আসছে তাপমাত্রার পারদ। সকাল-সন্ধ্যার বাতাসে এখনই বইছে হালকা শীতের পরশ।

রবিবার (৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন (৮ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ভোর থেকে সকাল পর্যন্ত চারপাশে ঘন কুয়াশা পড়ছে। স্কুলগামী শিশু, ভোরের শ্রমজীবী মানুষ আর চা বাগানের শ্রমিকদের গায়ে দেখা যাচ্ছে হালকা চাদর বা গামছা।

চা-শ্রমিক ইমন তরফদার বলেন, ভোরে কাজ শুরু করতে গেলে এখন ঠাণ্ডা ঠাণ্ডা লাগে। হাতে-মুখে কুয়াশার পানি পড়ছে, এতে শীত অনুভূত হচ্ছে।

ভ্যানচালক রাশেদুল ইসলাম বলেন, সকালে ভ্যান নিয়ে বের হলে হাত কাঁপে, আবার রোদ উঠলে গরম লাগে। সময়টা অদ্ভুত ঠাণ্ডা-গরমের মিশ্র।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে তা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের আগমন আগেভাগেই টের পাওয়া যাচ্ছে। ডিসেম্বরের শুরুতেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে শৈত্যপ্রবাহের প্রভাব আরও তীব্র হতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন