নাটোরে পদ্মা নদীর চরে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২০
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চল ও স্থলভাগে বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ ২০ জনকে আটক করা হয়।
শনিবার (৮ নভেম্বর) রাতভর এই অভিযান পরিচালনা করা হয়। রোববার (৯ নভেম্বর) সকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে লালপুর উপজেলার পদ্মা নদীসংলগ্ন চরাঞ্চল ও আশপাশের স্থলভাগে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), র্যাব ও পুলিশ ব্যাটালিয়নের প্রায় ৪০০ সদস্য অংশ নেন।
অভিযানে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, একটি রিভলভার, ছয়টি বড় ডেগার, ২২টি হাসুয়া, চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল এবং একটি চকি।
এ সময় নদী ও স্থলভাগ থেকে দুইজন হ্যাকার, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত, একজন হত্যা মামলার আসামি, দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়।
অন্যদিকে লালপুরের বাহাদুরপুরের বালু মহলের ছাউনি ও অফিস থেকে দুটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, একটি টিউবওয়েল এবং বালু বিক্রির রশিদ উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চরাঞ্চল ও পদ্মা নদী এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। ইতোমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।



