Logo
Logo
×

সারাদেশ

বন্ধু ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

বন্ধু ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ছবি : সংগৃহীত

বন্ধু ফাউন্ডেশন-ফরদাবাদ এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে আজ শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত আলোচনা, দোয়া ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

রেলিটি ফরদাবাদ বাজার থেকে কলেজ পর্যন্ত পদক্ষিণ করে।

বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল মাহমুদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ড. রওশন আলম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস মিয়া ।

ইকবাল মাহমুদ সুজন বলেন, ন্ধু ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। বিগত ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি অসহায়দের জন্য সহায়তা,শিক্ষা ও মেধা বৃত্তি, সামাজিক উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা সহ প্রতিবন্ধীদের জন্য নিজেদের অর্থায়নে সেবা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।

১০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আমিরুল ইসলাম মাহে আলম, অন্যদের মধ্যে আলোচনা করেন বান্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দীন এবং সহসভাপতি ফয়সল আহমেদ খান ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ফরদাবাদ উলামা পরিষদের সভাপতি ও ফরদাবাদ কেন্দ্রীয় ঈদগাহের ইমাম জনাব হাফেজ মাওলানা আনিসুর রহমান। আলোচনা এবং দোয়ায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমগন উপস্থিত ছিলেন।

উন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন রিসেল এবং সহসাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল সহ ফাউন্ডেশনের সকল বন্ধুদের সহায়তায় অনুষ্ঠানটি প্রাণোবন্ত হয় ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন