Logo
Logo
×

সারাদেশ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ট্রলিং বোট জব্দ, আটক ১৯ জেলে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ট্রলিং বোট জব্দ, আটক ১৯ জেলে

ছবি : সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ মাছ ধরার বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত এক বিশেষ অভিযানে একটি আর্টিসনাল ট্রলিং বোট জব্দ ও ১৯ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ কর্তৃক গত শুক্রবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সন্দেহজনক একটি মাছ ধরার বোটকে লক্ষ্য করে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, বোটটি অবৈধভাবে আর্টিসনাল ট্রলিং পদ্ধতিতে মাছ ধরছিল, যা সামুদ্রিক সম্পদ ধ্বংসের পাশাপাশি স্থানীয় জেলেদের জীবিকায়ও নেতিবাচক প্রভাব ফেলে।

পরবর্তীতে বোটটি জব্দ করে তল্লাশি চালালে ১২ শত মিটার নিষিদ্ধ থাই জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।অভিযানে বোটে থাকা ১৯ জন জেলেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ পদ্ধতিতে মাছ ধরার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, “জব্দকৃত বোট, জাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযানের মাধ্যমে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে আমরা সর্বদা তৎপর।”

উল্লেখ্য, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছর নির্দিষ্ট সময়ে সমুদ্রে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকে। তবুও কিছু অসাধু ব্যক্তি নিয়ম ভেঙে অবৈধ ট্রলিং বোট ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে, যা সামুদ্রিক সম্পদ ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন