Logo
Logo
×

সারাদেশ

নিজ জেলা পাবনায় পঞ্চমবারের মতো দুই দিনের সফরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

নিজ জেলা পাবনায় পঞ্চমবারের মতো দুই দিনের সফরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এ সময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছে তিনি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে গিয়ে মা–বাবার কবর জিয়ারত করেন এবং পরে নিজ বাসভবনে অবস্থান করেন।

দিনের বাকি সময়ে তিনি আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে পাবনা সার্কিট হাউজে অবস্থান করবেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন রোববার সকালে সার্কিট হাউজে দ্বিতীয়বারের মতো গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি তাঁর পঞ্চম সফর নিজ জেলায়।

এর আগে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে প্রথমবার, ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয়বার এবং ৯ জুন চতুর্থবার পাবনা সফর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন