Logo
Logo
×

সারাদেশ

‎রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

Icon

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪১ পিএম

‎রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছবি : সংগৃহীত

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবজাগরণ ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা সামগ্রী বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়  স্টেডিয়াম মার্কেট প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক, অধ্যাপক ড. ফারহাত তাসনিম এবং মো. খালিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ড. গোলাম রাশেদ, কল্পণা ভৌমিক, সবুজ কুমার মহন্ত, ফাহিম রহমান, অলিউল ইসলাম ও মাহিন হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জুনায়েদ ও আতিফা সারমিলা। উদ্যোগটির কনভেনর ছিলেন তৌহিদুল জামান রিফাত।

‎শিক্ষা সামগ্রী হিসেবে শিশুদের হাতে খাতা, কলম, স্কেল এবং পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। এই উদ্যোগে স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করেন তাসনুবা রীতি ও নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা শরীফুল ইসলাম।

‎নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন,  “আমাদের এই উদ্যোগের অন্যতম দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আরও উদ্বুদ্ধতা সৃষ্টি করা, এবং তাদের মুখে একটি আনন্দের হাসি ফোটানো।”

‎উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ কেবল শিশুদের প্রাথমিক শিক্ষা আগ্রহকেই জাগ্রত করে না, বরং সমাজে ইতিবাচক মূল্যবোধ গঠনের পথ তৈরি করে।”

‎কনভেনর তৌহিদুল জামান রিফাত বলেন,  “এই আয়োজন আমাদের স্বেচ্ছাসেবকদের জন্যও একটি বাস্তব সামাজিক শিক্ষা — যেখানে আমরা প্রত্যক্ষভাবে বুঝতে পারি সহমর্মিতা কীভাবে সমাজ পরিবর্তনের শক্তি হতে পারে।”

‎উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন নিয়মিতভাবে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন