Logo
Logo
×

সারাদেশ

অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাবের নেতৃত্বে জিয়া-নাঈম

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাবের নেতৃত্বে জিয়া-নাঈম

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষাবিষয়ক সংগঠন অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাব-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জিয়াউল হক জিয়া খন্দকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাঈম ইসলাম।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের টিচার্স কনফারেন্স রুমে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে কোষাধ্যক্ষ হয়েছেন সাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল আবেদীন নাফছি, প্রচার সম্পাদক মো. শাকিল মিয়া, প্রকাশনা সম্পাদক ইমন মুহাম্মদ মুর্শেদ, গবেষণা ও উন্নয়ন সম্পাদক মাহাবুব সরকার, তথ্য প্রযুক্তি সম্পাদক নাহিনূর রশিদ খান এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. জাকির হোসেন।

নবনির্বাচিত সভাপতি মো. জিয়াউল হক জিয়া খন্দকার বলেন, “আলহামদুলিল্লাহ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাব-এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য এক বিশেষ সম্মান ও দায়িত্ব। আমার লক্ষ্য থাকবে ক্লাবের সদস্যদের দক্ষতা, নেতৃত্ব ও পেশাদারিত্ব বিকাশের মাধ্যমে একটি সক্রিয়, জ্ঞানসমৃদ্ধ ও উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরি করা।”

সাধারণ সম্পাদক নাঈম ইসলাম বলেন, এই ক্লাব আমার শেখার জায়গা, অনুপ্রেরণার জায়গা। সাধারণ সম্পাদক হিসেবে সবার সহযোগিতায় ক্লাবকে আরও কার্যকর ও প্রাণবন্ত সংগঠনে পরিণত করতে চাই। আমরা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য ট্রেনিং, ওয়ার্কশপ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করব, যাতে তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ পায়।

উল্লেখ্য, অ্যাকাউন্টিং উইজার্ড ক্লাব কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় শিক্ষাবিষয়ক সংগঠন, যা শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স জ্ঞান, উদ্ভাবন এবং নেতৃত্ব বিকাশে কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন