চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গুলি,বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ আহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের এই প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। একই ঘটনায় তার সহযোগী সরওয়ার বাবলা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এরশাদ উল্লাহর অবস্থা আশঙ্কামুক্ত হলেও সরওয়ার বাবলার অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুই ব্যক্তি হঠাৎ ঘটনাস্থলে এসে সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন চারদিকে ছুটতে থাকে। এসময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, পূর্ব বিরোধের জের ধরে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



