Logo
Logo
×

সারাদেশ

গণতন্ত্রের জন্য শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি : কাজী মনির

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

গণতন্ত্রের জন্য শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি : কাজী মনির

ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমি গণতন্ত্রের জন্য স্বৈরাচারী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি। আমি শহীদ জিয়াউর রহমানের আহবানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।

বুধবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। তখন স্বৈরাচারী সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছাত্রলীগ যুবলীগ আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমার স্ত্রীর মিছিলে হামলা চালিয়েছিল। বাংলাদেশ একটি সংকটময় সময় অতিক্রম করছেG আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।

কর্মীসভা চলাকালীন সময় বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এসে উপস্থিত হন।

তিনি বলেন, আমি মনোনয়ন পেয়েছি বলবো না। মনোনয়ন পেয়েছে রূপগঞ্জের প্রতিটি মানুষ। রূপগঞ্জের মানুষ যা চেয়েছে দল তাই করেছে। কাজী মনিরুজ্জামান মনির অভিজ্ঞ মানুষ। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই। প্রতিটি ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক উদ্দিন বাচ্চু, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, তারাবো পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন শাওনসহ আরো অনেকে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন