Logo
Logo
×

সারাদেশ

‘স্বাস্থ্যসেবায় ইংল্যান্ডের মডেলকে সামনে রেখে কাজ করছে বিএনপি’

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

‘স্বাস্থ্যসেবায় ইংল্যান্ডের মডেলকে সামনে রেখে কাজ করছে বিএনপি’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ইংল্যান্ডের একটি মডেলকে সামনে রেখে স্বাস্থ্যসেবায় বিএনপি কাজ করছে।

বুধবার (৫ নভেম্বর) নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়াই নিয়ে যেতে বিএনপি বদ্ধ পরিকর। আমরা নরসিংদী থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে সারাদেশের জেলাগুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে। পরে জেলাগুলোর নেতৃত্বে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে এই সেবা কর্যক্রম চলবে।’

ড্যাব’র নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

সময় আরও উপস্থিত ছিলেন ড্যাব’র সভাপতি অধ্যাপক ডা. হারুন অল রশীদ, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতান, ড্যাব’র মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শকিল, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

আলোচনা শেষে দেশব্যাপি ডেঙ্গুজ্বর ও চিকনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। এ ছাড়া বিনব্যাপী ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ১ হাজারের অধিক রোগীকে সেবা দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন