Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে সরকারী সম্পদ পুনরুদ্ধার

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

হাটহাজারীতে উচ্ছেদ অভিযানে সরকারী সম্পদ পুনরুদ্ধার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে জেলা পরিষদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় দশ কোটি টাকার সরকারী সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দিকে হাটহাজারীর কাচারি সড়কে পৌরসভার কার্যালয় সংলগ্ন এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, একটি চক্র চট্টগ্রাম জেলা পরিষদের (ছয় শতক) সরকারি সম্পদ অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলো।

মঙ্গলবার দুপুরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা পরিষদের পর্যাপ্ত পরিমাণ লোকজন ও হাটহাজারী মডেল থানা পুলিশ নিয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে আসলে প্রথমে কয়েকজন দোকানদারের বাঁধার মুখে পড়েন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার পর উচ্ছেদ অভিযান শুরু হয়।

এসময় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিতব্য স্থাপনা ভেঁঙ্গে গুড়িয়ে দিয়ে টিনের ঘেরা তৈরী করে জেলা পরিষদের সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়। এ অভিযানের সরকারী প্রায় দশ কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযান পরিচালনার সময় চট্টগ্রাম জেলা পরিষদের সহকারী ইঞ্জিনিয়ার, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ এবং সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ট্রেজারী শাখা, ফ্রন্ট ডেস্ক ও ই-সেবা কেন্দ্র) মো.ইসরাফিল জাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবেনা, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন