Logo
Logo
×

সারাদেশ

কুলিয়ারচরে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

কুলিয়ারচরে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পা পিছলে পুকুরে পড়ে জুমেলা খাতুন (৯০) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) বিকালে কুলিয়ারচর বাজার থেকে বাজরা বাসস্ট্যান্ড সড়কের পাশে কামালিয়াকান্দি এলাকায় রমজান মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। নিহত জুমেলা খাতুন কুলিয়ারচর পৌর শহরের কামালিয়াকান্দি মহল্লার মৃত বুধু মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জুমেলা খাতুন প্রায়ই বাড়ির কিছু জিনিসপত্র পরিষ্কার করতে ওই পুকুরে যেতেন। ঘটনার দিন বিকালেও তিনি হাঁস-মুরগির বিষ্টার ময়লাযুক্ত ছালার চট ধোয়ার জন্য পুকুরে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্বজনরা খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেছে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা পিছলে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন