বগুড়া-১ আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার ধুনট-শেরপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
রবিবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গোলাম মো. সিরাজ এর আগে বগুড়া-১ (ধুনট-শেরপুর) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এলাকায় একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম মো. সিরাজ বলেন, ‘আমি ধুনট-শেরপুরের মানুষের ভালোবাসা নিয়েই আবারও মাঠে নামবো। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে আমি সর্বাত্মকভাবে অংশ নেব।’
এদিকে তার প্রার্থিতা ঘোষণার খবর ছড়িয়ে পড়লে ধুনট ও শেরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন।



