Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

ছবি : সংগৃহীত

প্রতি বছরের মতো কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে পর্যটনের গলফ মাঠে বেলুন ও পায়রা উড়ানোর পর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস এম জাফর। মেলা পরিচালন কমিটির সভাপতি ও কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, মেলা কমিটির সদস্য সচিব সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু, কো—চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ অতিথিদের সাথে নিয়ে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন এবং মিষ্টি মুখ করেন।

সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠ সাজানো হয়েছে নানন্দিকতায়। বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠানের স্টল, শিশুদের বিনোদনে বসানো হয়েছে নাগরদোলা, ট্রেন, দোলনা, জলরাইডার সহ আরো অনেক কিছু। রয়েছে অভিজাত খাবার স্টল। দেখানো হবে ভূতের প্রদর্শনী, সাথে আছে জাদুর মঞ্চ।

পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু জানান, ইতিমধ্যে শতাধিক স্টল চালু হয়েছে। আরও কিছু চালু হবে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে আকর্ষণী নানা মাধ্যম।

তিনি আরও জানান, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার যৌথভাবে আয়োজিত এই মেলা চলবে ডিসেম্বর পর্যন্ত। অনুমতি সাপেক্ষে পরে সময় বাড়ানো হতে পারে। প্রতিদিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত প্রবেশ করা যাবে মেলায।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন