Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমন ধানের ক্ষেতে, বাম্পার ফলনের আশা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৪০ এএম

শেরপুরে বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমন ধানের ক্ষেতে, বাম্পার ফলনের আশা

বগুড়ার শেরপুর উপজেলার হলদীবাড়ি ও ঘোগা মৌজায় শত শত বিঘা জমিতে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সাম্প্রতিক বৃষ্টিপাতে ক্ষেতজুড়ে সবুজের সমারোহে বেড়েছে ফলনের সম্ভাবনা।

সোমবার (৩ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টির পর ক্ষেতের ধান ঝলমলে সবুজে ভরে উঠেছে। মৌসুমের শুরুতে খরার কারণে ধানের বৃদ্ধি ব্যাহত হলেও এখন চাষিদের মুখে ফিরেছে আনন্দের হাসি।

ঘোগা গ্রামের কৃষক নাদু মিয়া বলেন, আল্লাহর রহমতের বৃষ্টিতে ক্ষেতের ধান নতুন প্রাণ পেয়েছে। এখন গাছগুলো দুলছে, মনে হচ্ছে ভালো ফলন হবে ইনশাআল্লাহ।

একই গ্রামের কৃষক বাবু হোসেন জানান, আগে খরার কারণে গাছগুলো শুকিয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টির পর আবার সবুজে ভরে উঠেছে ক্ষেত। আশা করছি এবার ভালো ফলন পাবো।

এদিকে করতোয়া নদীর পানি কিছুটা বেড়ে যাওয়ায় জেলেদের মাঝেও দেখা দিয়েছে নতুন ব্যস্ততা। নদীতে জাল ফেলে তারা এখন দেশি প্রজাতির মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর শেরপুরে আমন ধানের আবাদ আগের বছরের তুলনায় বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যা অব্যাহত থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা খুবই বেশি।

স্থানীয় কৃষকরা আশাবাদী, ভালো ফলন হলে আগের মৌসুমের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে এবং তারা নতুন করে চাষাবাদের প্রতি আরও উৎসাহিত হবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন