বাঞ্ছারামপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
ছবি : যুগেরচিন্তা
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু।
রবিবার (২ নভেম্ববর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের হিজলিয়াকান্দিসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি।

এ সময় ব্যারিষ্টার অপু বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না, পরাজিত শক্তির সব চক্রান্তকে নস্যাৎ করে দেবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাই।
গণসংযোগে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



