নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষই পারে দেশকে বদলাতে : বাবুল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
ছবি : যুগেরচিন্তা
বৃহত্তর কুমিল্লার অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন,পরিবেশ সংরক্ষণ, মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু মূছা ভূঁইয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপংকর রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক শিক্ষক মোহাম্মদ দুধ মিয়া মাস্টার, বাঞ্ছারামপুর মডেল থানা অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান, ইঞ্জিনিয়ার এ,কে,এম, মোসলেহ উদ্দিন আহম্মদ, আবহাওয়াবিদ মো. আলী আকবর রফিক, ড. রওশন আলম কলেজ এর অধ্যক্ষ মুফতি কামাল উদ্দিন ভূঁইয়া, সমাজ সেবক ডাক্তার শাজাহান খান, সমাজ সেবক মো. হুমায়ুন কবির জিতু প্রমুখ।
অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া বলেন, ‘শিক্ষা মানুষের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও জীবনধারাকে বদলে দিতে পারে; আর সেই পরিবর্তনের মাধ্যমে সমাজ ও পুরো বিশ্বকে উন্নতির পথে নিয়ে যাওয়া সম্ভব। শিক্ষা এমন এক আলোকশিখা, যা অন্ধকারকে দূর করে জ্ঞান, যুক্তি ও মানবিকতার আলো ছড়ায়। মানুষ যখন শিক্ষার আলোয় আলোকিত হয়, তখন সে শুধু নিজের জীবনই বদলায় না, বদলে দেয় সমাজ, জাতি এবং গোটা পৃথিবীকে। শিক্ষা আমাদের শেখায় কিভাবে ভাবতে হয়, বুঝতে হয় এবং ভালোবাসতে হয়। “শিক্ষাই সেই অস্ত্র, যা দিয়ে তুমি সারা বিশ্বকে পরিবর্তন করতে পারো।”
তিনি আরও বলেন, ‘মানসম্মত শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়; এটি এমন শিক্ষা যা একজন মানুষকে নৈতিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিকে পরিণত করে। এই শিক্ষা শেখায় সমস্যা সমাধান, পারস্পরিক সম্মান, ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে। যখন প্রতিটি শিশু সমান সুযোগে মানসম্মত শিক্ষা পায়, তখনই গড়ে ওঠে ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্ব। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত — এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করা, যেখানে প্রত্যেক শিক্ষার্থী শেখার আনন্দ পাবে, ভাবতে শিখবে, এবং সমাজকে বদলে দেওয়ার শক্তি অর্জন করবে। তাই আসুন, আমরা সবাই শিক্ষার আলো ছড়িয়ে দিই — নিজের ভেতর থেকে, নিজের চারপাশে। কারণ পরিবর্তন শুরু হয় একজন মানুষ থেকেই, আর সেই মানুষটি হতে পারো তুমি।’
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভালো ফলাফল করছে। তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



