Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ গ্রেফতার ২

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ গ্রেফতার ২

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১'শ ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপ ভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো. আব্দুল আলীম মওসুম (৩১) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর আমলাপাড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রতনপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে সাকিব (২২)। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলমনগর এলাকায় অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ দুই জনকে গ্রেফতার করা হয়। পরে পিকআপ ভ্যান তল্লাসী করে ১৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন